চুলের যত্নে কিভাবে দইকে ৭ ভাবে কাজে লাগাবেন বিস্তারিত
ভুমিকা
দই হল এক ধরনের দুগ্ধজাত খাবার যেটি দুধের ব্যাকক্টেরিয়া গাঁজন করতে প্রস্তুত করা হয়ে থাকে। আর ল্যাক্টোজের গাঁজনের দ্বারা ল্যাক্টিক এসিড বানান হয়। এটি দুধের প্রোটিনের উপরে কাজ করে দইয়ের মিষ্ট স্বাদ আর এটির বৈশিষ্ট্যপূর্ণ সুগন্ধ প্রদান করে থাকে। এটিকে মানুষ প্রায় চার হাজার পাঁচ শত ৪,৫০০ বছর ধরেই দই তৈরি করছে আর সেটি খেয়ে আসছে। দই কিন্তু সারা জগত জুড়েই তার পরিচিতি রয়েছে।
আপনি আপনার চুলের জন্য যত্ন ও হেয়ার কেয়র বিভিন্ন টিপস বিষয়ে যেমন চুল পড়ে যাওয়া, পেকে যাওয়া, চুলে জট লাগা, চুলের শুষ্কতা, রুক্ষতা, চুলের মধ্যে খুশকি, চুলের তৈলাক্ত স্ক্যাল্প ও হেয়ার মাস্ক এই ছাড়াও ফ্লেকস ও সুন্দর স্বাস্থ্যজ্জ্বল ঝলমলে চকচকে চুলের যত্ন, চুলের অন্যান্য কার্যকরী টিপস নিতে মনে হলে আমার লেখাটি বেশী বেশী করে পড়বেন আর জানতে পারবেন সকল আপডেট বিষয়গুলো।
কিভাবে দইকে ৭ ভাবে কাজে লাগাবেন
- ১ টক দই ও মধু
- ২ টক দই ও লেবুর রস
- ৩ দই ও ডিম
- ৪ দই, মধু ও ডিম
- ৫ টক দই ও কলা
- ৬ আপেল টক দই ও অলিভ তেল
- ৭ দই ও মেথি
টক দই ও মধু
টক দইয়ের সাথে মধু মেশান তারপর এটিকে আপনার মাথার চুলে লাগিয়ে দিন। এই প্যাকটি আপনার চুলের রুক্ষতা ও খুশকি সমূহ দূর করতে অনেক সাহায্য করবে।
টক দই ও লেবুর রস
প্রথমে টক দই ও লেবুর রস মিশিয়ে নিন। তারপর সেটিতে কয়েক ফোঁটা রোজমেরি তেলও তাতে মিশিয়ে দিতে পারেন। মেশানো টক দই ও লেবুর রসটির প্যাকটিকে চুলে লাগিয়ে দিন আর এটি ত্রিশ ৩০ মিনিট পর ধুয়ে ফেলে দিন।
দই ও ডিম
আপনি আপনার চুলকে মজবুত ও শক্তিশালি এবং ঝকঝকে করার জন্য দইয়ের সাথে ডিম মিশিয়ে নিবেন। মেশানো প্যাকটি ভালো ভাবে আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে দিন। আগের মতই এটিও ত্রিশ থেকে চল্লিশ মিনিট ( ৩০ থেকে ৪০ মিনিট ) থাকার পর প্রাকৃতিক ভেষজ শ্যাম্পু ব্যবহার করে এটি পরিষ্কার করে নিন।
দই, মধু ও ডিম
এবার আপনি দইয়ের সাথে মধু ও ডিম একত্রে মিশিয়ে একটি প্যাক তৈরি করে ফেলুন। এটি আপনার চুলের জন্য কন্ডিশনার হিসাবে কাজ করবে।
টক দই ও কলা
আপনি চট জলতি টক দইয়ের সাথে কলা একত্রে মিশিয়ে নিন। আপনার চুলকে সিল্কি ও নরম ফুরফুরে করতে এটি অনেক কাজ করে থাকে।
আপেল টক দই ও অলিভ তেল
প্রথমে ১ টেবিল চামচ অলিভ তেল, ৩ টেবিল চামচ দই আর আধা চা চামচ আপেল সিডার ভিনেগার সবগুলোকে একসাথে মিশিয়ে নিবেন এরপর মিশ্রিত প্যাকটি আপনার লম্বা চুলের মধ্যে লাগিয়ে দিন। তবে এটি কিন্তু আপনার চুলের গোড়াতে লাগাবেন না। এটিকে ধুয়ে পরিষ্কার করার জন্য কুসুম গরম জল রেডি করে রাখুন আর লাগানোর ৩০ মিনিট পর এটিকে পরিষ্কার করুন আর শ্যাম্পু করে দিন।েএই প্যাকটি আপনার চুলকে মজবুত, স্বাস্থ্যকর ও হাইড্রেটেড করে রাখবে।
দই ও মেথি
আপনি রাত্রের সময় মেথি ভিজিয়ে রেখে দিবেন আর পরের দিন সকালে এটিকে পেষ্ট তৈরি করে নিবেন। এটিকে ১ কাপ দইয়ের সাথে মেথির পেষ্টগুলোকে মিশিয়ে আপনার মাথার চুলের মধ্যে বা তালুতে লাগিয়ে দিয়ে কিছুক্ষন পর এটিকে ধুয়ে পরিষ্কার করবেন। আপনি যদি এটিকে ৭ দিনের মধ্যে ২ দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনার খুশকি শেষ হয়ে যাবে।
লেখকের মন্তব্য
আমি আবারও বলতে চাই আপনি যদি এই সকল বিষয়ের খুঁটিনাটি নিয়ম সমূহ পালন করতে পারেন তাহলে আপনার চুল হবে অনেক মসৃন ও ঝকঝকে উজ্জ্বল আর লাবন্যময়। তাই আপনি এটিকে ব্যবহার করার পূর্বে অবশ্যই এই সমস্ত উপায় গুলোকে মেনে চলবেন তাহলে উপকৃত হবেন। চুলের রুক্ষতা, খুশকি, চুল পড়া ও জট ইত্যাদির হাত থেকে রক্ষা পাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url