প্রাকৃতিকভাবে ফুলের নির্যাসে কিভাবে আপনার চুলের যত্ন ও রুপচর্চা করবেন

প্রিয়পাঠক, আজ আমরা এখানে প্রাকৃতিকভাবে ফুলের নির্যাসে কিভাবে আপনার চুলের যত্ন ও রুপচর্চা করবেন সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি ব্যবহার করার মাধ্যমে আমরা জানতে পারব যে, প্রাকৃতিকভাবে কতটা গুনাগুন আছে এইসব ফুল বা হলুদ গুলোতে। তাই এটি  গ্রহনযোগ্য ও ব্যবহারের যোগ্য কিনা তা জানতে হলে আমাদের লেখাটি সম্পন্ন পড়তে থাকুন আর জানুন।

প্রাকৃতিকভাবে ফুলের নির্যাসে কিভাবে আপনার চুলের যত্ন ও রুপচর্চা করবেন
এখানে আপনারা যারা যারা এই প্রাকৃতিকভাবে ফুলের নির্যাস গুলোকে  চুলে মাখাতে চান বা চুলে দিতে চান তারা অনেক উপকার পাবেন বা উপকৃত হবেন যেটি আপনি হয়ত আগে কখনও ভাবেননি আর এটি না ভাবারই কথা।

ভুমিকা

আপনি আপনার সৌন্দর্যকে প্রাকৃতিকভাবে ফুলের নির্যাসে বা ভেষজ দিয়েই মুখমন্ডল ও ত্বক সেই সাথে চুলের যত্ন নিতে পারবেন। তবে কিভাবে বা কখন এটি মাখবেন সেটি জানা আবশ্যক। বিভিন্ন সময় দেখা যায় বাজারে অনেক ধরনের সংস্থাই তাদের প্রাকৃতিক ফুলের নির্যাস কিংবা ভেষজের নির্যাস দিয়ে বিশেষ রকমের তেল তৈরি করে বাজারে ছেড়ে দেয়। কিন্তু কোন কোন সমস্যায় কোনটি মাখতে হয় এই বিষয়ে অনেকেই জানেন না।

আর এইগুলো না জেনে মাখার কারনে তখন অনেক ধরনের সমস্যার সমুখীন হতে হয় অনেককেই। তাই সঠিক নিয়ম কানুন জানুন তারপর এই ধরনের ভেষজ বা প্রাকৃতিক তৈরি জিনিষ ব্যবহার করুন। আর একটি বিষয় মাথায় রাখবেন যত নামী দামী সংস্থার প্রসাধনীই হোক না কেন, তার মধ্যে কিন্তু রাসায়নিক থাকবেই। মুখমন্ডল কিংবা ত্বক ও চুলের সমস্যাকে দুর করার জন্য দাম দিয়ে অনেকে সেই সকল প্রসাধনী ক্রয় করে ব্যবহার করে থাকেন।

আবার কিছু কিছু লোকজন রাসায়নিক ব্যবহারের বিষয়েই সচেতন। আর এইজন্যই তারা প্রাকৃতিক ফুলের নির্যাস ও ভেষজের ওপর নির্ভর করে থাকেন। দেখা যায় বাজারে অনেক সংস্থা বিভিন্ন রকমের প্রাকৃতিক ফুল ও ভেষজের নির্যাস দ্বারা তৈরি এক ধরনের তেল বানিয়ে থাকেন আর এটিকে বাজারে বিক্রি করে দেন। সেই সব তেল আপনি চুল, মুখমন্ডল ও ত্বক পরিচর্চার জন্য নিয়ে এসেছেন। কিন্তু কোন সমস্যার জন্য কোনটি মাখতে হয় বা প্রয়োগ করতে হয় তা আপনার জানা নেই।

আসুন এবার জেনে নেওয়া যাক ৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে

  • ১ মুখমন্ডল বা ত্বক সেই সাথে চুলের নানাবিধ প্রসাধনীতে ক্যালেন্ডুলা ফুলের নির্যাস থাকে। শুস্ক ত্বক পেলব করতে এবং ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে এই নির্যাসটি সাহায্য করে থাকে।
  • ২ বিদেশী রান্নাতে তো বটেই, রোজমেরী তেল অথবা গাছের পাতা গুলোর ভেজানো জল মুখমন্ডল ও ত্বক বা চুলের জন্যও সমানভাবে উপকারী। সেইজন্য মুখমন্ডল ও ত্বকের তারুন্যকে ধরে রাখতে নতুন নতুন চুল গজাতে সাহায্য করে থাকে এই েপ্রাকৃতিক ভেষজ।
  • ৩ ল্যাভেন্ডার ফলের নির্যাসে রয়েছে অ্যান্টিমাইক্রোরিয়াল পেপাটাইড। যা এটি সংক্রমণজনিত সমস্যাগুলো দূর করার জন্য অনেক কাজ করে থাকে। গোসল করার পানিতে কিংবা ময়েশ্চারাইজারে মোটামুটি ২ দুই ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশ্রণ করে দিয়ে ত্বকের মধ্যে দিলে অনেকগুলো সমস্যাকে দমিয়ে রাখা যায়।
  • ৪ অনেক সময় দেখা যায় মুখমন্ডল বা ত্বকের প্রদাহ, চোখের নিচে কালো হওয়া বা কালো দাগগুলোকে দূর করতে ভীষন ভালো কাজ করে এই ক্যামোমাইল। ক্যামোমাইল তেলের সাথে একটু মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশ্রণ করে মুখমন্ডলে লাগালে ত্বকের আর্দ্রতা ঠিক থাকে।
  • ৫ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মোটামুটি সব জায়গাতেই অ্যালোভেরা ব্যবহার করা যায়। সেই সাথে রোদ্রের পোড়ানো দাগ, র‌্যাশ থেকে মাথার যে সকল অবাধ্য খুশকি থাকে অ্যালোভেরার গুনে এইগুলো সব দূর হয়ে যাবে।

লেখকের মন্তব্য

আপনারা এই ম্যসেজটি পড়ার মাধ্যমে অনেক গুলো বিষয়েই জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তাই আপনারা এই ভাবে যদি প্রাকৃতিক ফুল ও ভেষজকে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে আর সেই সাথে সাথে আপনি পাবেন লাবন্যময় চুল ‍ও সৌন্দর্য। সেই সাথে সাথে আপনার চুলের ও রুপের কতটুকু উপকার হয়েছে তা কমেন্টে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url