পাসপোর্ট আর মার্কশিট থাকলেই পাবেন এই ৮টি দেশে চাকুরির সুযোগ
প্রিয় পাঠকগন, আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপুর্ণ বিষয় শেয়ার করতে চাই। তার আগে বলে রাখা ভালো আপনারা কিন্তু আমার লেখাগুলো পড়ে আপনাদের কেমন অনুভুতি কাজ করে থাকে সেই বিষয়ে একটু হলেও কমেন্টে দুই এক লাইন লিখবেন আর আমার এই লিখাগুলো পড়বেন কিন্তু।
আমি আসলে আপনাদেরকে জানাতে চাই পাসপোর্ট আর মার্কশিট থাকলে কিভাবে এই সমস্ত ৮টি দেশে গিয়ে সহজে চাকরি করতে পারবেন কোন ধরনের ঝুট ঝামেলা ছাড়া এবং সেখানে অনায়াসে থাকবেন।
ভুমিকা
এই মুহূর্তে বা সময়ের সাথে তাল মিলিয়ে যারা বিদেশে গিয়ে চাকুরি করবার স্বপ্ন দেখছেন, সেই সব লোকদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ। বাইরের দেশে বা বিদেশে গিয়ে চাকুরি করলে জীবন যাপনের ও জীবন যাত্রার ও চলাফেরার ধরণটাই একদম সম্পুর্ণ বদলে যায়। সেই সাথে বিশ্ব ভ্রমনেরও একটা বাড়তি সুযোগ নিজের হাতের মুঠোয় তখন চলে আসে।
বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় অনেকেরই স্বপ্ন থাকে বিদেশে চাকুরি করার আর সেই সব স্বপ্ন পূরণ করতে তাদের জন্য এগিয়ে এলো ৮ আটটি দেশ। বিশ্বের ৮ আটটি দেশ কাজের লোকদের চাকুরির ভিসার জন্য জব ভিসার সুবিধা দিচ্ছে। সেই ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট আর মার্কশিট থাকলেই আপনারা সুযোগ পাবেন বাইরের দেশে যাবার।
সেখানে গিয়ে প্রতি মাসে ভালো মানের বেতন পাবেন সেই সাথে সেখানে বসবাসের জন্য আপনার সুযোগও রয়েছে। তাই তো চাকুরির জন্য বিশ্বের ৮ আটটি দেশ ভিসার সুযোগ করে দিচ্ছে। আপনারা জেনে নিন সেই সব ৮ আটটি দেশের ভিসা সম্পর্কিত বিস্তারিত শর্তাবলী সমুহ।
কোন কোন ৮টি দেশে যেতে পারবেন
- মার্কিন যুক্তরাষ্ট্র
- স্পেন
- কানাডা
- জার্মানি
- অস্ট্রিয়া
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- সংযুক্ত আরব আমিরাত
মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রে বেশীরভাগ চাকুরী জীবিদের HIB Visa ভিসা দেওয়া হয়ে থাকে। এই ভিসার উপর ভিত্তি করে সেখানে গিয়ে কাজ করবার জন্য তখন সহজ হয়ে যায়। আমেরিকায় চাকুরির প্রথম শর্ত হচ্ছে এই ভিসাটি। তবে যে সমস্ত লোকদের স্পেশাল Ability বা সক্ষমতা রয়েছে আর যারা কোন নির্দিষ্ট বিষয়ের উপর পড়াশোনা করেছেন তাদেরকে এই সমস্ত ভিসা দেওয়া হয়ে থাকে।
স্পেন
যেকোন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী আর স্পেন দেশে বসবাস করবার মত যদি সম পরিমাণ টাকা পয়সা থাকে তাহলে তারা সহজেই এই দেশে চাকুরি পেতে পারেন। তবে ৬ বা তার বেশী নাম্বার পাওয়া কিন্তু জরুরি। কারণ এখানে বসবাস করবার জন্য ও চাকুরি করবার জন্য বৈধ পাসপোর্ট, এডুকেশনাল সার্টিফিকেট, স্বাস্থ্য বীমা এবং EX01 ফর্ম প্রয়োজন।
কানাডা
কানাডাতে চাকুরি করতে হলে প্রথমে আপনাকে একটি কাজের যোগ্যতা Work Permit দেখাতে হবে। এই ছাড়াও কাজের দক্ষতা ও প্রয়োজনীয় সমস্ত ধরনের সার্টিফিকেট দেখাতে হবে। তবে বর্তমানে কানাডায় হাজার হাজার ভারতীয়রা কাজের সুত্রে সেখানে বসবাস করে থাকেন।
জার্মানি
অস্ট্রিয়া দেশের মত জার্মানিতেও প্রথম ৬ ছয় মাসের জন্য ভিসা পাওয়া যায়। কিন্তু এখানে ১৮ আঠারো বছরের বেশী বয়স হলে তবেই এখানে ভিসা পাওয়া যায়। তবে যদি কোন ভারতীয়দের স্নাতক ডিগ্রী ও পাঁচ বছরের সম্পন্ন আর্থিকভাবে স্থিতিশীলতা থাকে। সেই ক্ষেত্রে তিনি পাসপোর্ট এর ভিত্তিতে জার্মানে যেতে পারবেন।
তাছাড়া চাকুরির পত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও স্বাস্থ্য বীমা থাকতে হবে।
অস্ট্রিয়া
অস্ট্রিয়াতে চাকুরি পাওয়া সহজ। তবে এখানে প্রথম ৬ ছয় মাসের জন্য চাকুরির ভিসা পাওয়া যায়। তবে এখানে কিন্তু চাকুরির জন্য উপরের লেবেলে কাজের লোক ১০০ একশত তালিকায় ৭০ সত্তর নাম্বারে থাকা আবশ্যক। তাছাড়া পাসপোর্ট, স্বাস্থ্য বীমা ও এডুকেশনাল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে।
অস্ট্রেলিয়া
বর্তমান এই সময় অস্ট্রেলিয়াতে কাজের ক্ষেত্রে হাজার হাজার ভারতীয়রা সেখানে বসবাস করে থাকেন। এখানে চাকুরির সুত্রে আসতে গেলে ভিসার জন্য আবেদন করা প্রয়োজন। সেই ক্ষেত্রে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে পাসপোর্ট এরও প্রয়োজন হবে এই দেশে চাকুরি করতে গেলে।
নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডে বিশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে সেখানে চাকুরির সুযোগ মিলে যায়। তবে এক ধরনের বিশেষ ডিপ্লোমা ডিগ্রী থাকলে সেখানে চাকুরি পেতে অসুবিধা হয় না। স্কিলড মাইগ্র্যান্ট ক্যাটাগরি Skilled Migrant Category রেসিডেন্ট ভিসা এখানে জারি করা হয়ে থাকে।
সংযুক্ত আরব আমিরাত
এখানে কাজের ক্ষেত্রে বা কর্মসুত্রে কয়েক লক্ষ ভারতীয় বসবাস করে থাকেন। এখানে প্রথমে ৬০ ষাট দিন, ৯০ নব্বই দিন বা ১২০ একশত কুড়ি দিনের জন্য ভিসা পাওয়া যায়। প্রযুক্তি বা মানবিক ক্ষেত্রে দক্ষতা থাকলে এখানে চাকুরি করার সুয়োগ মেলে। তবে সেরা ৫০০ পাঁচশতটি বিশ্ববিদ্যালয় থেকে যদি স্নাতক ডিগ্রী অর্জন করা যায় সেই ক্ষেত্রে এখানে সহজেই চাকুরি পাওয়া যায়।
তবে এর পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটও আপনার পাসপোর্ট এর সাথে থাকতে হবে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠকগন, আবার বলতে চাই আপনারা কেউ যদি বাইরের দেশে চাকুরি করার জন্য যেতে চান। তাহলে অবশ্যই এই সমস্ত নিয়ম কানুন বা সার্টিফিকেট ও পাসপোর্ট ভিসা করে সকল ডুকুমেন্ট জমা করে সহজেই আপনি চাকুরির জন্য এই সব দেশগুলোতে যেতে পারবেন ও পরবর্তিতে বসবাস ও করতে পারবেন অনায়াসে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url