অ্যালো ভেরা কিভাবে চুলে মাখালে চুল মসৃন ও লম্বা হবে

প্রিয় পাঠক, আজকে আমরা এখানে অ্যালো ভেরা কিভাবে চুলে মাখালে বা চুলে দিলে চুল মসৃন ও লম্বা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর ব্যবহার করার মাধ্যমে কোনটা আমাদের গ্রহনযোগ্য ও ব্যবহারের যোগ্য তা জানতে হলে আমাদের লেখাটি সম্পন্ন পড়তে থাকুন। সেই সাথে সাথে আপনার চুলের কতটুকু উপকার পাচ্ছেন সেই সম্পর্কে যারা যারা জানতে ইচ্ছুক তারা অবশ্যই লেখাটি পড়তে থাকুন।

অ্যালো ভেরা কিভাবে চুলে মাখালে চুল মসৃন ও লম্বা হবে
এখানে আপনারা যারা যারা এই অ্যালো ভেরাটি চুলে মাখাতে চান বা চুলে দিতে চান তারা অনেক উপকার পাবেন বা উপকৃত হবেন যা আগে কখনও ভাবেননি।

ভুমিকা

আপনি হয়তো ভাবছেন অ্যালোভেরাটি চুলে কিভাবে দিবেন বা এটি কখন ব্যবহার করবেন ঠিকতো। আপনি আপনার চুলে অ্যালোভেরা ব্যবহার করার আগে মাথায় শ্যাম্পু করে নিবেন। তারপর চুল ভেজা অবস্থায় ও মাথার স্ক্যাল্পেই মেখে নিবেন অ্যালোভেরা আর নারিকেল তেল মেশানো এই মিশ্রণটি। এটিকে আপনি মাথার তালুতে ভালোভাবে মাখিয়ে নিবেন বা ম্যাসেজ করবেন। চুলের নিচ থেকে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত চুলের মধ্যে মিশ্রণগুলো লাগিয়ে দিবেন।

আমাদের দেশে এখন চুল নিয়ে মাথা ব্যথার শেষ নেই অনেকেরই। কারণ চুলের হয় ডগা ফেটে যাচ্ছে, আর নাইলে চুল লম্বা হচ্ছে না। একগুচ্ছ সুন্দর সতেজ চুল পেতে অ্যালোভেরাটি আপনি আপনার চুলের জন্য বিশেষ উপায়ে ব্যবহার করে দেখতে পারেন। কারণ অ্যালোভেরার এই বিশেষ মিশ্রণটি মাখালেই আপনি পাবেন একগুচ্ছ সুন্দর ও ঝলমলে ঘন কালো চুল।

অ্যালোভেরা এটি আবার ঘৃত কুমারী নামেও অনেকে চেনেন এর অনেক গুনাগুন রয়েছে। এটি দেহকে ভিতর থেকে ও বাইরের দিক থেকে ভালো রাখতে হলে অ্যালোভেরার বিকল্প নেই।  তাই আপনি আপনার চুলকে মৃসণ ঝলমলে উজ্জ্বল দেখাতেও অনেকদিন থেকে অ্যালোভেরাটি ব্যবহার করা হচ্ছে। 

এখন জেনে নিন আপনার চুলের যত্নে অ্যালোভেরার একটি আলাদা ধরনের উপায়। ভিটামিন ই ভরপুর অ্যালোভেরার রয়েছে ’অ্যান্টি ব্যাকটেরিয়াল’ একটি উপাদান। এই বিষয়ে এনসিবিআই লেখছে, এইটিতে থাকা অ্যান্টি মাইক্রোরিয়াল উপাদানটি ভিটামিন ই খুশকি সমূহ দূর করতে এবং স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে সেই সাথে চুলের বৃদ্ধির জন্য অনেক উপকারী।

কিভাবে অ্যালোভেরা চুলে ব্যবহার করলে চুল ঝলমল করবে

  • ১ চালের গুড়া ও অ্যালোভেরা 
  • ২ অ্যালোভেরার ১টি পাতা কেটে ধুয়ে নিবেন
  • ৩ অ্যালোভেরার শাঁসের সাথে মেশান চালের গুড়া
  • ৪ অ্যালোভেরাটি মেখে চল্লিশ পঞ্চাশ মিনিট রেখে দিন
  • ৫ সপ্তাহে ১টি দিন ব্যবহার করবেন

চালের গুড়া ও অ্যালোভেরা

চালের গুড়া ও অ্যালোভেরার শাঁস দিয়ে বানিয়ে নিবেন বিশেষ এটি প্যাক। যা আপনার চুলের জন্য অনেক উপকার হবে। কারণ এটি আপনার চুলকে অনেকটা সুন্দর ঝলমলে ও উজ্জ্বলতা দেখাবে।

অ্যালোভেরার ১টি পাতা কেটে ধুয়ে নিবেন

প্রথমে আপনি অ্যালোভেরার ১টি পাতা কেটে নিয়ে সেটিকে ভালো ভাবে জল দিয়ে পরিষ্কার করে নিবেন। তারপর এটিকে ব্যবহারের জন্য অ্যালোভেরার ভিতরে যে অংশ জেল এর মত রয়েছে সেই সব গুলো বের করে একটি বাটিতে বা ছোট বোলে রাখে  দিন।

 অ্যালোভেরার শাঁসের সাথে মেশান চালের গুড়া

অ্যালোভেরার জেল বা শাঁসের সাথে এবার আপনি চালের গুড়াগুলোকে মিশিয়ে নিন। এটি ভালোভাবে মেশানো শেষ হয়ে গেলে পরবর্তি ধাপে যাবেন তবে পরবর্তি ধাপে যাওয়ার আগে অনেক সুন্দর করে মিশ্রন করবেন।

অ্যালোভেরাটি মেখে চল্লিশ পঞ্চাশ মিনিট রেখে দিন

এবার অ্যালোভেরাটি আপনি আপনার ব্যবহারের জন্য প্রস্তুত করে ফেলেছেন তাই না? এবার তাহলে এটি আপনি সুন্দর ভাবে আপনার মুখমন্ডল বা ত্বকে মেখে দিন। তারপর মাখানো শেষ হলে পর আপনি এটিকে ৪০ থেকে ৫০ মিনিট রেখে দিন। এরপর যখন সময় হয়ে যাবে ৪০ থেকে ৫০ মিনিট আপনি আপনার মুখমন্ডল ধুয়ে পরিষ্কার করুন আর আয়নার সামনে নিজেকে দেখুন।

সপ্তাহে ১টি দিন ব্যবহার করবেন

অ্যালোভেরাটি বা এই সব চালের গুড়া দিয়ে মিশ্রিত প্যাকটি আপনি অন্তত সপ্তাহে ১ এক বার বা ১ এক দিন ব্যবহার করুন।

লেখকের মন্তব্য

আশা করি এই লেখাটি পড়ে আপনারা জানতে পেরেছেন যে চুলকে মসৃন ও লম্বা করার জন্য কি করা প্রয়োজন। তাই আমি এই টুকুই বলতে চাই আপনি এইগুলোকে সঠিক ভাবে ব্যবহার করুন আর দেখবেন আপনাকে এক চমৎকার ফলাফল দিয়েছে। আর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এই পদ্ধতিটিকে অনুসরন করে যেতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url