পৃথিবীর কোন পাচঁটি দেশে সূর্য কখনও ডোবে না বিস্তারিত জানুন
প্রিয় পাঠকগন, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে লিখব যেটি পড়ে আপনারা অবাক হয়ে যাবেন। কারণ, পৃথিবীতে এমন কিছু কিছু দেশ রয়েছে যেগুলোতে সূর্য কখনও ডোবে না বা অন্ধকার হয় না। সেই সব দেশে ২৪ চব্বিশ ঘন্টাই আলো থাকে সেখানে কোন অন্ধকার হয় না। এটি শুনতে অনেক অবাক হলেও সত্যি এখানে কিন্তু ২৪ ঘন্টাই দিনের আলো থাকে।
আমার এই ছোট প্রচেষ্টার মাধ্যমে আপনারা সবাই জেনে খুশি হবেন ও আনন্দ পাবেন যে পৃথিবীতে এই রকম কিছু কিছু অবাক করা দেশ রয়েছে। আর এটি জানার পর তখন সেখানে যাওয়ার জন্য আপনাদের মন গুলো ছটপট করে উঠবে।
ভূমিকা
অনেক আগে থেকেই লোক মুখে আপনারা শুনে থাকবেন। উত্তর পশ্চিমের এলাকাগুলোতে গ্রীষ্মের সময় প্রায় পঞ্চাশ ৫০ দিন সূর্যর আলো থাকে। সেই জন্য সেখানে কখনও রাত হয় না বা সূর্য ডোবে না। ভৌগলিক অবস্থানের কারনে পৃথিবীতে পাঁচটি দেশে সূর্য ডোবে না আর সেখানে চব্বিশ ২৪ ঘন্টাই দিনের আলো দেখা যায় বা আলোকিত থাকে। এই পাঁচটি দেশ ছাড়া পৃথিবীর সব জায়গায় ১২ ঘন্টা দিন আর ১২ ঘন্টা রাত থাকে।
কিন্তু এই পাঁচটি দেশ গুলোতে ২৪ চব্বিশ ঘন্টাই
থাকে দিন এখানে কোন রাত হয় না বা রাত বলে কিছু নেই। এই সমস্ত দেশের লোকেরা অনেক পরিশ্রমী ও ভাল মনের হয়ে থাকে। কারন, এদের মাঝে থাকে না কোন ধরনের লোক ঠকানো ও ছলনার মনোভাব। তাই আসুন এবার সেই সমস্ত দেশগুলোর
সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
পৃথিবীর কোন পাঁচটি দেশে রাত হয় না
- ১ নরওয়ে
- ২ আইসল্যান্ড
- ৩ সুইডেন
- ৪ কানাডার নুনাভুত
- ৫ ব্যারো আলাস্কা
নরওয়ে
নরওয়ে সম্পর্কে জেনে অবাক হয়ে যাবেন কারন, এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ছিয়াত্তর ৭৬ দিন সূর্য ডোবে না বা অস্ত যায় না। তাই আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে বলা হয় মধ্য রাতের সূর্যের দেশ। কিন্তু নরওয়ের স্যালবার্ডে দশ ১০ এপ্রিল থেকে তেইশে ২৩ অগাস্ট পর্যন্ত দিন-রাত সূর্যের আলো থাকে।
আইসল্যান্ড
আইসল্যান্ড এর নাম শুনে অনেকের মাথায় প্রথমে
বরফের কথা মনে পড়বে। কিন্তু জেনে অন্য রকম এক অনুভুতি কাজ করবে কারণ গ্রীষ্মের সময় আইসল্যান্ডে রাত হয়, আবার জুন মাসে সূর্য কখনোই ডোবে না বা অস্ত যায় না।
সুইডেন
সুইডেন দেশটির নাম শুনলেই মনের মধ্যে কেমন যেন
একটা অনুভুতি কাজ করে থাকে। কারণ, মে মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মাঝরাতে সূর্য অস্ত যায় আর প্রায় চারটার ৪ সময়ে উদয় হয়। এখানে এক টানা ৬ মাস সূর্য অস্ত যায় না। অর্থাৎ এখানে দিন-রাত সব সময়ই দিনের আলো থাকে। এছাড়াও অ্যান্টার্কটিকা, ফিনল্যান্ড, রাশিয়ায় বছরের কিছু সময় ২৪ ঘণ্টা দিনের আলো থাকে।
কানাডার নুনাভুত
এবার আমরা কানাডার নুনাভুত সম্পর্কে জানব। কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ২ ডিগ্রি উপরে নুনাভুত অবস্থিত। এখানে প্রায় ২ দুই মাস ধরে চব্বিশ ২৪ ঘণ্টাই সূর্যের আলো থাকে কোন রকম অন্ধকার
বা রাত হয় না। আবার অন্যদিকে শীতের সময় বা শীতকালে এই জায়গাটি টানা ত্রিশ ৩০ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে।
ব্যারো আলাস্কা
এবার ব্যারো আলাস্কা বিষয়ে আমরা একটু জানব। এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না বা ডোবে না। আবার নভেম্বরের শুরু থেকে পরবর্তী ত্রিশ ৩০ দিন আবার এখানে সূর্য ওঠে না। এটি পোলার নাইট নামে পরিচিত আর এটা গোটা শীতকাল সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে।
লেখকের মন্তব্য
অবশেষে আমি এই টুকুই বলতে চাই পৃথিবীতে কোথাও রাত আবার কোথাও দিন আবার কোথাও চব্বিশ ২৪ ঘন্টা বা সারা দিন ও সারা রাত কিন্তু আলো থাকে। সেই জন্য এই সমস্ত তথ্য জানার জন্য ও পড়ার জন্য আমার এই লেখা গুলো পড়বেন সেই সাথে আমি আপনাদেরকে অনেক বেশী বেশী করে না জানা বিষয়গুলো আপনাদেরকে আমার লিখার মাধ্যমে প্রকাশ করব যেন আপনারা এই সকল দেশে গিয়ে দেখে আসতে পারেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url