যৌবনকে ধরে রাখতে এই পাঁচটি বাদাম খান নিয়মিত

প্রিয় পাঠকগন, আজকে আমি আপনাদেরকে জানাতে চাই আপনি আপনার যৌবনকে কিভাবে ধরে রাখবেন। আপনি আপনার কুচকে যাওয়া মুখমন্ডলকে ও চোখের নিচে দাগ পড়ে যাওয়া সেই সাথে ত্বকে বার্ধক্যের ছাপ পড়াকে দূর করতে হলে আপনার কি করা প্রয়োজন সেই সব বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ।
যৌবনকে ধরে রাখতে এই পাঁচটি বাদাম খান নিয়মিত
আপনি আপনার বার্ধক্যের বা চোখের নিচে কালো দাগ বিহীন ত্বক চাইলে আপনাকে যে সকল কাজ করতে হবে তা হলো আপনাকে প্রতি নিয়ত ডায়েটের পাশাপাশি আপনার জীবন যাপনের অভ্যাস ও স্বাস্থ্য সম্মত বা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। সেই জন্য দেরি না করে এখন থেকেই খেতে আরম্ভ করুন।

ভুমিকা

প্রত্যেক মানুষেরই একটা বয়সের পর মুখমন্ডল বা ত্বক তার নমনীয়তা ও উজ্জ্বলতা হারাই। কিন্তু এদিকে আবার কম বয়সে মুখমন্ডল বা ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে গেলে সত্যিই এটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আজকাল সাধারণত মানুষের বয়স ৩০শের গোন্ডি পার করতে না পার করতেই অনেকের চোখে, মুখে ফুঁঠে উঠে বার্ধক্যের ছাপ।মুখমন্ডলের বা ত্বক কুঁচকে যেতে শুরু করে। চোখের নিচে ও মুখমন্ডলে বলিরেখাও পড়তে শুরু করে।

আর এই সময় ঠিকমত ত্বকের পরিচর্যা না করার কারণেই এই সব সমস্যা হয়ে থাকে। এই ছাড়াও, অগোছালো জীবন যাপন করা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধুমপান করা, মদ্যপান করার কারণেও এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। আবার অনেকেই ভেবে থাকেন ঘরোয়া টোটকা আর নাম ী দামি দামি প্রসাধনী ব্যবহার করলেই বুঝি বয়স কমিয়ে আনা সম্ভব। সেই ক্ষেত্রে এটির পাশাপাশি ডায়েটেও যে নজর রাখতে হবে, সেই বিষয়টিকে আমরা ভুলে যায়।

এই ধরনের এমন অনেকগুলো বাদাম আছে যেগুলো মুখমন্ডলের, চোখের নিচের দাগ এবং ত্বকের বার্ধক্যের ছাপ পড়া থেকে নিজেকে আটকাতে পারে। তবে জেনে নিন কি কি বাদাম বা কোন ধরনের বাদাম ডায়েটে রাখলেই ত্বককে টানটান করে রাখবে আপনার।

কি কি বাদাম ডায়েটে রাখলে উপকার পাবেন

  • আমন্ড
  • আখরোট
  • পেস্তা
  • কাজুবাদাম
  • ব্রাজিল নাটস 
আমন্ড
আমন্ড ভিটামিন ই এর চমৎকার একটি উৎস। আপনারা জানেন যে ভিটামিন ই আমাদের ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। সেই সাথে এটি আর্দ্রতা ধরে রাখে আর ত্বকের যে টিস্যু তা মেরামত করতে অনেকটা সাহায্য করে থাকে। ইউনিভার্সিটি অপ ক্যালিফোর্নিয়ার এক গবেষনায় দেখা গিয়েছে, প্রত্যেকদিন আমন্ড খেলে ারতু বন্ধের পর মহিলাদের ত্বকে বলিরেখার সমস্যা থেকে মুক্তি পাবে বা মুক্তি মিলবে।

আখরোট
আখরোটে রয়েছে অ্যান্টিইনফ্ল্যামেটরি ওমেগা তিন ৩ ফ্যাটি অ্যাসিড। এটি আপনার মুখমন্ডল বা ত্বকের ঝিল্লিকে শক্তিশালী করে তোলে। এই ছাড়াও আখরোট পলিফেনলের ভালো একটি উৎস। প্রত্যেকদিন এক মুঠো করে খান এই আখরোট বাদাম আর দেখুন আপনার ত্বক টানটান থাকে কি না।

পেস্তা
পেস্তাতে থাকে পলিফেনাল ও ফ্ল্যাভোনয়েড ভরপুর মাত্রায়। পেস্তায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ব্রণ কমাতে সাহায্য করে থাকে সেই সাথে আপনার ত্বকের কোষের ক্ষয়রোধ বা ক্ষয়ে যাওয়া থেকে রক্ষা করে।

কাজুবাদাম
কাঁচা কাজুবাদামের কার্নেলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, অ্যামিনো অ্যাসিড, ফাইটোস্টেরল এবং ফাইবার রয়েছে।  কাজুবাদামে যে পুষ্টি উপাদান রয়েছে তা আমাদেরকে কার্ডিওভাসকুলার রোগ, মেটাবলিক সিনড্রোম এবং ডায়াবেটিসের মতো সমস্যা থেকে রক্ষা করে থাকে। গবেষনায় দেখা গেছে, এই বাদাম মানসিক স্বাস্থ্য এবং হাড়ের ঘনত্ব অনেকটা উন্নত করতে পারে।

ব্রাজিল নাটস
ব্রাজিল নাটস এ ওমেগা তিন ৩ ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম উন্নত করে থাকে। এটি যা আপনার মুখমন্ডল বা ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে থাকে, সেই সাথে চোখের নিচে বলিরেখা প্রতিরোধ করে আর ব্রণের প্রদাহও কমিয়ে থাকে।

লেখকের মন্তব্য

আপনারা সবাই অলরেডি জানতে পেরেছেন যে, এই বাদাম গুলো খেলে আমাদের কি কি লাভ বা উপকার রয়েছে। সেই জন্য আমি বলব অন্তত দিনে এক থেকে দুইটি করে এই কাজু বাদাম, পেস্তা বাদাম, ব্রাজিল নাটস,আখরোট বাদাম ও আমন্ড বাদাম গুলো খাবেন আর পরিক্ষা করে দেখবেন যে আপনার কতটুকু উন্নত হয়েছে। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url