মেয়েরা কোন ১০টি জিনিস গোপনে অনলাইনে সার্চ করে থাকে

প্রিয় পাঠকগন, আজকে আমি আপনাদেরকে জানাব বিশেষ করে মেয়েদেরকে। মেয়েরা আসলে কোন কোন ১০টি জিনিস বেশী সার্চ করে থাকে অনলাইনে। মেয়েরা গোপনে যে সকল জিনিস বেশী সার্চ করে বা খুঁজে দেখে বা খুঁজে পাবার চেষ্টা করে থাকে তা হলো তাদের ত্বক ও মুখমন্ডলের সৌন্দয্য বিষয়ে।

মেয়েরা কোন ১০টি জিনিস গোপনে অনলাইনে সার্চ করে থাকে

মেয়েরা বেশীর ভাগ সময়েই তাদের সৌন্দয্যকে ধরে রাখার জন্য গোপনে অনলাইনে সার্চ করে থাকে। কিভাবে নিজের চেহেরাকে কমলময় রাখা যায় এবং দাগহীন লাবন্যময় ও নরম ত্বক চায় সবার ক্ষেত্রে।

ভূমিকা

অনলাইনে গোপনে মেয়েরা যে সব ১০টি জিনিস বেশী খোঁজে বা সার্চ করে থাকে সেটি বিস্তারিত জানতে পারবেন। বেশীর ভাগ সময় গুগলে গোপনে যে ১০ টি জিনিস সবচেয়ে বেশী সার্চ করে তা জানলে ভাবনায় পড়ে যেতে পারেন যে কেউ। গুগলে বেশীর ভাগ সার্চকৃত বিষয় হলো নারীদের বা মেয়েদের সৌন্দয্যর বিষয়ে আসুন প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

বেশীর ভাগ সময় মেয়েরা ঘরের মধ্যে থাকতে থাকতে এক ধরনের বোরিং ফিল করে আর সেই সময় তারা এমন কিছু কি করবে তা বুঝে উঠতে পারে না। সেই সময় তারা গোপনে অনলাইনে তাদের রুপ চর্চার বিষয়ে গুগলে ১০টি জিনিস সার্চ করে থাকে কেমন করে নিজেকে সৌন্দয্য মন্ডিত করে ধরে রাখবে সেই সব বিষয়ে গুগলে ঢুকে সার্চ করে থাকে।

মেয়েরা যে ১০টি বিষয় বেশী অনলাইনে দেখে

  • ১ বলিরেখামুক্ত ত্বকের জন্য
  • ২ স্মোকি আই মেকআপ করা যায় কিভাবে
  • ৩ চোখের নিচের ফোলাভাব দূর করার জন্য
  • ৪ চুলে কয়দিন পরপর শ্যাম্পু দিলে ভাল হয়
  • ৫ শরীরের অবাঞ্জিত লোম সরানোর উপায়
  • ৬ কনসিলার প্রয়োগ করবে কিভাবে
  • ৭ ত্বকের জন্য ট্যাটু কি ক্ষতিকর
  • ৮ চুল দ্রুত গজানো যায় কিভাবে
  • ৯ কিভাবে ফর্সা ত্বক পাওয়া যায়
  • ১০ কিভাবে ত্বকের ধরন নির্ণয় করবে
বলিরেখামুক্ত ত্বকের জন্য কি করবেন
বলিরেখামুক্ত ত্বক পাওয়ার জন্য প্রথম থেকেই ত্বকের যত্ন করতে থাকুন। আপনার বয়স ৩০ হওয়ার সাথে সাথেই মুখমন্ডল ও ত্বকের বাড়তি যত্ন নিবেন।  কিন্তু আপনি যদি বলি রেখা পড়ার জন্য অপেক্ষা করতে থাকেন আর তারপর সেটিকে ভাল করতে চান সেক্ষেত্রে ভুল করবেন। আপনার বলিরেখার প্রথম লক্ষণ হলো কপালে ভাজ পড়ে যাওয়া।

তাই ত্বকের বলিরেখা দুর করবার ঘরোয়া উপায় সম্পর্কিত অনেক লেখা রয়েছে। সেগুলো পড়ার মাধ্যমে আপনার ত্বকের যত্ন করুন ধৈয্য ধরে।

স্মোকি আই মেকআপ করা যায় কিভাবে
এই সম্পর্কে ইন্টারনেটে অনেক গুলো লেখা রয়েছে। যে কোন একটি পদ্ধতি বাছাই করে সেই ভাবে কাজ করুন। তবে কখনোই দুইটি পদ্ধতি এক সাথে ব্যবহার করতে যাবেন না সেই ক্ষেত্রে বিপদ আছে। তাতে আপনার চোখের ক্ষতি হয়ে যেতে পারে। তবে যেসকল কসমেটিকস কেবল চক্ষুবিজ্ঞান এর পদ্ধতি দ্বারা পরিক্ষীত কেবল সেগুলোই ব্যবহার করুন।

চোখের নিচের ফোলাভাব দূর করার জন্য
প্রথমত আপনি শসা ও আলুর ছাল ও আইস বা ঘুমের টাইম টেবল বদল করে আপনি আইব্যাগ ও চোখের ফোলা ভাব থেকে মুক্ত হতে পারেন। কিন্তু কর্কশ জাতীয় কিছু ব্যবহার না করায় ভাল। কারণ সেইগুলো আপনার চোখের দৃষ্টির অনেক ক্ষতি করতে পারে। আর এটি ব্যবহারের পরও যদি আইব্যাগ বা বলি রেখা দূর হয়ে না যায়।

সেই ক্ষেত্রে একজন ত্বক বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করতে পারেন।

চুলে কয়দিন পরপর শ্যাম্পু দিলে ভাল হয়

আপনার চুলে শ্যাম্পু তখনই করা উচিত যখন আপনার মাথার চুলে ও ত্বকে ময়লা জমে থাকে। তবে একটি নির্দিষ্ট সময় পরপর শ্যাম্পু করলে আপনার মাথার চুল ভাল থাকবে। সেই ক্ষেত্রে চুলের যত্নে শ্যাম্পু করার পাশাপাশি বিভিন্ন রকম তেল, কন্ডিশনার, ভলুমাইজার এবং অন্যান্য জিনিষ ও ব্যবহার করতে হবে।

অনেকে আবার প্রতিদিন শ্যাম্পু করার কথা শুনলে আঁতকে ওঠেন। কিন্তু আপনার চুলে যদি প্রতিদিনই ময়লা হয়ে ওঠে তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিনই শ্যাম্পু করতে হবে। তাতে কোন রকম ক্ষতি হবে না। 

শরীরের অবাঞ্জিত লোম সরানোর উপায়
আপনার শরীরের অবাঞ্জিত লোম অপসারনের আছে একাধিক উপায়। আপনি কোন উপায়টি ব্যবহার করতে চান সেটি নির্ভর করবে আপনার মুখমন্ডলের ত্বকের উপর গজানো লোমের তীব্রতার প্রতি। আপনি চোখের ভ্রুর জন্য থ্রেডিং আর টোয়েকিং ভালো কাজ করে থাকে। হাত ও পায়ের জন্য ওয়াক্সিং সবচেয়ে ভালো উপায়। 

আপনি যদি লেজার হেয়াল রিমুভাল উপায় ব্যবহার করতে চান সেইক্ষেত্রে অভিজ্ঞ কোন কসমেটিক সার্জনের সাথে যোগাযোগ করুন।

কনসিলার প্রয়োগ করবে কিভাবে
কোনো মেয়েই বা কোনো নারীই একদিনে কনসিলার প্রয়োগ করতে শিখতে পারেন না। এছাড়াও আপনি আবার কোন ধরনের কনসিলার ব্যবহার করছেন সেটিও একটি দেখার বিষয়। সব মেয়েই বা নারীই কনসিলার ব্যবহার করেন না। যে সব নারীর ত্বকে কোনো ধরনের মার্ক বা দাগ রয়েছে তাদেরকে অবশ্যই কনসিলার ক্রয় করতে হবে।

তবে কনসিলার ক্রয় করার আগে ক্রস চেক করে নিবেন সেটি আপনার ত্বকের টোনের সাথে মানানসই কিনা এবং আপনার লক্ষ্য ও উদ্দেশ্য পুরন করতে পারবে কিনা সেই বিষয়ে। তবে ক্রয় করার পূর্বে গবেষনা করে নিতে হবে।

ত্বকের জন্য ট্যাটু কি ক্ষতিকর
প্রত্যেকের জন্য যে ট্যাটু ক্ষতিকর এমনটা কিন্তু নয়। তবে যারা স্থায়ী ভাবে ট্যাটু এঁকেছেন তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন যে এর ফলে তাদের মুখমন্ডল বা ত্বকের সমস্যা বেড়েছে। এর মানে হলো ট্যাটুতে ঝুঁকি রয়েছে। সেই ক্ষেত্রে আপনি যদি সম্পুর্ন ভাবে নিরাপদ থাকতে চান তাহলে ট্যাটু না করানোই ভালো।

তবে যদি ট্যাটু করতেই হয় তাহলে কোনো ভালো পার্লার বা ভালো কোনো শিল্পীকে দিয়ে ট্যাটু করান।


চুল দ্রুত গজানো যায় কিভাবে
আপনি যদি সারাদিন চুলের সাথে নিষ্ঠরতা আচরন করেন আর দিন শেষে এসে চুল কিভাবে দ্রুত গজানো যায় তা নিয়ে গুগলে সার্চ করেন এটি করার কোনো মানে হয়না। চুল দ্রুত গজাতে চাইলে চুলকে ভালো ও যথেষ্ট পরিমাণে পুষ্টি সরবরাহ করতে হবে আর প্রাকৃতিক বিপদের হাত থেকে রক্ষা করতে হবে।
তবে চুল দ্রুত গজানোর জন্য যেকোনো ধরনের উপায় ব্যবহার করার সময় আপনার মনোবলকে শক্ত করে ধরে অপেক্ষা করতে হবে। একদিনেই এর কোনো সমাধান করা সম্ভব নয়। আবার অনেকে এই সময় চুল কাটানো বন্ধ করে দেন। কিন্তু সময় মত চুল কাটা হলে তা চুলের বৃদ্ধিতে বা বড় হওয়ার জন্য সাহায্য করবে।

কিভাবে ফর্সা ত্বক পাওয়া যায়
মেয়েরা বা নারীরা সাধারনত প্রায়ই মুখমন্ডল বা ত্বককে ফর্সা করার জন্য প্রচুর পরিমাণে কসমেটিকস ক্রয় করিয়া থাকেন। যেমন: পাউডার, ফাউন্ডেশন এবং আরো বিভিন্ন ধরনের প্রসাধনী ক্রয় করে থাকেন। কিন্তু ত্ব ফর্সা হওয়ার জন্য স্বাস্থ্যকর জীবন যাপনই হলো এর মূল চাবিকাঠি। সেই জন্য আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে।

সেই সাথে সাথে আপনাকে ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। তার পাশাপাশি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ঘরোয়া দাওয়াই ব্যবহার করতে পারেন।

কিভাবে ত্বকের ধরন নির্ণয় করবে
এটির সবচেয়ে ভালো ও বিজ্ঞানসম্মত উপায় হচ্ছে একটিবার মেডিকেল স্কিন পরিক্ষা করানো। ঘরে মধ্যেও বসে থেকে প্রাথমিক উপায়ে ব্লটিং পেপার ব্যবহার করার মাধ্যমেও স্কিন টেস্ট বা পরিক্ষা করানো যায়। ব্লটিং পেপারটি আপনার ত্বকের বিভিন্ন জায়গায় লাগিয়ে দিন। এরপর এটি তুলে আলোতে দেখুন আর এতে যদি প্রচুর পরিমাণ তেল থেকে থাকে।

সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার ত্বকের ধরন হলো তৈলাক্ত। আবার যদি কম তেল থাকে তাহলে বুঝতে হবে আপনার ত্বকটি হলো শুষ্ক ত্বক। তবে আপনার গালের তুলনায় যদি আপনার নাক একটু বেশি তৈলাক্ত হয় তাহলে বিস্মিতি বা  চিন্তা করার কিছু নেই।


লেখকের মন্তব্য

আপনার স্কিন টেস্টের বা পরিক্ষার সর্বশেষ ঘরোয়া উপায়টি হলো মুখ মন্ডল বা ত্বকটিকে পরিস্কার করে ১ ঘন্টা পর সেটিকে দেখুন। আপনার মুখ মন্ডল বা ত্বক যদি ১ ঘন্টার পরও  তেল বা মেদ থেকে ক্ষরিত রস থেকে থাকে তাহলে আপনার ত্বক হলো তৈলাক্ত ত্বক। কিন্তু যদি কোনো পরিবর্তন দেখা না যায় সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার ত্বক হলো শুস্ক ত্বক।

আবার যদি আপনার নাক এবং কপাল যদি কিছুটা চকচকে হয়ে ওঠে সেই ক্ষেত্রে আপনার ত্বক স্বাভাবিক রকমের।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url