নতুনভাবে শুরু হোক ১লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ ১৪৩১

নতুনভাবে শুরু হোক ১লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ ১৪৩১

নববর্ষ হলো আমাদের বাঙালিদের একটা গুরুত্বপূর্ণ উৎসব মুখরিত ও আনন্দের একটি দিন। প্রায় কম বেশী সব বাঙালিরাই অপেক্ষা করে থাকে ১লা বৈশাখের বাংলা শুভ নববর্ষের দিকে। সেই দিনটি আসলেই মিষ্টিমুখ, কোলাকুলি করা বা পরস্পরকে আলিঙ্গন করা, হালখাতা, আড্ডা দেওয়া, নতুন ও পুরাতন সকল জামায়দেরকে নতুন ভাবে ১লা বৈশাখ বা বাংলা শুভ নববর্ষকে বরন করার জন্য ডাক দেন বা নিমন্ত্রণ করে থাকেন।

১লা বৈশাখ কিভাবে পালন করা হয়

সেই জন্য কথায় আছে দিনের বেলাতে বা দিন সকালে। নতুনভাবে শুরু করা হয় বছরের প্রথম দিনটিকে বা ১লা বৈশাখ বাংলা শুভ নববর্ষকে ডাক ঢোল বাজিয়ে বিভিন্ন ভাবে উদযাপন করা হয় বা পালন করে থাকেন। 
যে সব এলাকাগুলো সৌর বা সূযের্র বর্ষপন্জির অনুগামী ও সেটি অনুযায়ি ফলো করে, বাংলা ১লা বৈশাখ মাসকে বছরের প্রথম মাস ধরে, তাদের বছরের শুরু বা শুভ নববর্ষটিকে এই মাসের প্রথম দিনটিতেই উৎযাপন করে থাকে। দেশের বিভিন্ন এলাকায় যদিও বিভিন্ন নামে এবং আলাদা আলাদা নিয়ম ও রীতিতে ১লা বৈশাখ বাংলা নববর্ষটি উৎযাপন করা হয়ে থাকে।

ফেসবুক, ইন্সটাগ্রাম ইত্যাদির মাধ্যমে বার্তা পাঠান

আমাদের বাঙালিদের এটি একটি গুরুত্বপূর্ণ, কোলাহলপূর্ণ ও আনন্দময় উৎসব হল এই শুভ বাংলা নববর্ষটি। ১লা বৈশাখের এই নতুনভাব নববর্ষ দিনটিকে পালন করা ও বরনের জন্য যেমন:
  • নিজের ফেসবুক, 
  • ইন্সটাগ্রাম,
  • ইউটিউব, 
  • হোয়াটস অ্যাপ, 
  • লিংদিন, 
  • টেলিগ্রাম ও 
অন্যান্য সোস্যাল মিডিয়া থেকে কি ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা আপনার বন্ধু, আত্মীয়দের, ও পরিচিতদের মাঝে ১লা বৈশাখের নতুনভাবে পথ চলা ও শুভ নববর্ষের শুভেচ্ছা পাঠাতে পারেন।

বাংলা নববর্ষ ১৪৩১

বাংলা ক্যালেন্ডারে, বৈশাখ মাসের প্রথম দিনটিকে ১লা বৈশাখ অর্থাৎ আরম্ভ ও শুরু বলা হয়। গ্রামে গন্জে এই ১লা বৈশাখ মাসের প্রথম দিনটিকে খুবই জাকজমক ভাবে ও উৎসব মুখর সহিত পালন করা হয়ে থাকে। এই দিনটি ১লা বৈশাখ নতুন একটি দিন ও শুরু করার দিন এবং শুভ নববর্ষ নামেও পরিচিত। 
প্রত্যেক বছর ১৪ এপ্রিল আমরা বাঙালিরা এই দিনটিকে পালন করিয়া থাকি। ১লা বৈশাখের দিনে আনন্দ মুখর উৎসবে বাংলায় সাংস্কৃতিক দল ও সংস্কৃতির এক অসাধারন সমাগম দেখা যায়। ১লা বৈশাখ দিনটিকে পালনের জন্য বাংলার ইলিশ মাছ, মাংস, খাবার এবং সুস্বাদু মিষ্টি বানান, খাওয়া ও সেবা বা পরিবেশন করা হয়ে থাকে।

ভারতের পশ্চিমবঙ্গে ১লা বৈশাখ পালন

ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের রাজধানী ঢাকাতে এবং বিভিন্ন যায়গায় বাংলা নববর্ষের ১লা বৈশাখ নতুন ভাবে শুভ নববর্ষ দিনটিকে উৎসব মুখর ভাবে পালন করা হয়ে থাকে। বাংলা ১লা বৈশাখ আরম্ভের বা শুরু করার দিনে শুভ নববর্ষকে বিভিন্ন রকমের সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। 
সেই দিনটিতে বিভিন্ন এলাকার মানুষ এক সাথে একত্রিত হয়ে এই ১লা বৈশাখ বা শুভ নববর্ষ শুরুর বা আরম্ভের দিনটিকে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে থাকে। একজন আরেকজনকে বার্তার মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে থাকেন।

১লা বৈশাখ বাংলা শুভ নববর্ষের বার্তাগুলো পাঠিয়ে একে অপরকে শুভেচ্ছা দিন।

ভুলে যাও গতকালকের কথা রিদয়ে আগামিকালকের কথা রাখ হাসিখুশি থাক আর হাসিখুশি রাখ, যা কিছুই হোক না কেন, আগামীকাল সুখ বয়ে নিয়ে আসবেই। ১লা বৈশাখ বাংলা শুভ নববর্ষ ১৪৩১।ভালোবাসার দিন আর ভালোবাসায় ভরা রাত হোক, শত্রুতা আর ঘৃণা চিরতরে হারিয়ে যাক, এই ধরনের আকাংখা সবার মনে থাকা উচিত, শুভ বাংলা নববর্ষ।

নতুন এই শুরুর বছরটি আলোয় পূরিপূর্ণ হোক, তোমার কপালের তালা খুলে যাক, ঈশ্বর সব সময় তোমার প্রতি সদয় হোক, এটা তোমার প্রিয়জনের মিনতি প্রার্থনা। শুভ নববর্ষ ও ১লা বৈশাখ ১৪৩১।

সূযের্র মত শুভ নববর্ষে আলোকময় হও, জলের মত করে শীতল হও এই শুভ নববর্ষে, এই দিনে মধুর মত মিষ্টি থাকুক মন, এই ১লা বৈশাখে বা শুভ নববর্ষে এটাই করি প্রত্যাশা। শুভ নববর্ষ ও বাংলা ১লা বৈশাখ ১৪৩১।

পুরনো বছর চলে যাচ্ছে সবারই কাছ থেকে, কি করব, এটাই যে প্রকৃতির পথ। অতীতের স্মৃতির কথা ভেবে মন খারাপ করো না ১লা বৈশাখের উৎসবের আনন্দে মেতে উঠো। শুভ নববর্ষ ও ১লা বৈশাখ ১৪৩১।

সমস্ত ধরনের মিষ্টিতে আপনার জীবনকে অনেক বেশী দয়ায় আর খুশিতে পরিপূর্ণ করে তুলুক। শুভ নববর্ষ ১লা বৈশাখ ১৪৩১। ১লা বৈশাখের খুশির উপলক্ষ্যে, এখানে প্রার্থনা করছি ঈশ্বর আপনাকে সুস্থ্য সবল, ধনদৌলত, শান্তি আর সমৃদ্ধি বর্ষণ করুন। শুভ ১লা বৈশাখ ১৪৩১।

লেখকের মন্তব্য

আপনাকে ও আপনার পরিবারকে ১লা বৈশাখের ও শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আপনার নতুন ও শুরুর বছরটি হোক মিষ্টির মতো মধুর ও হাসির। শুভ ১লা বৈশাখ ও শুভ নববর্ষ, আমার প্রাণ প্রিয় বন্ধু।সবাই মিলে আসুন এই শুভ নববর্ষকে খোলাখুলি মন ও রিদয় দিয়ে স্বাগতম জানাই।

আমি কামনা করি যে আপনি এবং আপনার পরিবারের সবাই সাফল্য, সুখ আর শান্তি নিয়ে ভালো থাকুন। সেই সাথে ১লা বৈশাখের শুভেচ্ছা বা বাংলা শুভ নববর্ষ ১৪৩১।

বাংলা এই শুভ নববর্ষ বা ১লা বৈশাখ একটি নতুন ভোরের বা দিনের সুচনা করুক, আশা আকাঙ্খা, সুখ শান্তি, আনন্দ এবং ভালবাসা। বাংলা শুভ নববর্ষ বা ১লা বৈশাখের শুভেচ্ছা এবং বাংলা শুভ নববর্ষ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url