বিসিএলে সেরা সাঁওতাল পরিবার থেকে উঠে আসা রাফায়েল টুডু

কিছুদিন আগেই ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ (বিসিএল) আজকে আমি আপনাদেরকে তেমনি একজন ফুটবল খেলোয়াড়ের বিষয়ে জানাব। প্রত্যন্ত গ্রাম থেকে তার উঠে আসা এবং সাফল্য নিয়ে আসলেই ভাববার বিষয়। এই যেন স্বপ্নের সোনার হরিণকে নিজের হাতের মুঠোয় পাওয়া।

বিসিএলে সেরা সাঁওতাল পরিবার থেকে উঠে আসা রাফায়েল টুডু

তিনি প্রথমে গ্রাম আর গ্রাম থেকে শহর আর শহর থেকে রাজধানীর বুকে জায়গা করে নিয়েছেন। যিনি কিনা বিসিএলে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার অধিকারী হলেন সাঁওতাল পরিবার থেকে উঠে আসা সেই রাফায়েল টুডু। 

ভুমিকা

আজকের ছেলেমেয়েরা আগামি দিনের ভবিষ্যত প্রায়শই বলা হয়ে থাকে। আর সেই কথাটিকে আজ সাঁওতাল পরিবার থেকে খেয়ে না খেয়ে বেড়ে উঠা রাফায়েল টুুডু এখন বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ (বিসিএল) এর ১২ গোল করা সর্বোচ্চ গোলদাতার খাতায় নাম লেখালেন। এই যেন স্বপ্নে পাওয়া এক সোনার হরিণকে ধরে ফেলা।

সামনের দিকে এগিয়ে যাও আর বাংলাদেশের নামকে অনেক অনেক উপরে নিয়ে যাও যা মানুষ ভাবেনি তেমনি এক চুড়াই নিয়ে যাও রাফায়েল টুডু। তুমি প্রমান করে দিয়েছ যে সব আদিবাসী সাঁওতাল গুলো সত্যিই বস। এইভাবে যদি তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয়। আমাদের বাংলাদেশ খুব তাড়াতাড়ি বিশ্বকাপ খেলতে পারবে। 

আমার দেখা মতে আদিবাসী সাঁওতালদের প্রধান খেলা বলা যায় ফুটবল। তারা ফুটবল খেলার জন্য অনেকেই পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন। এখনও গ্রামে গন্জে হাজার হাজার এই ধরনের রাফায়েল টুডু বের হয়ে আসবে। যদি তাদের মধ্যে থেকে খুজে বের করে খেলার সুযোগ করে দেওয়া হয়।

বিসিএলে সেরা রাফায়েল টুডুর জম্ম

বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ (বিসিএল) সেরা রাফায়েল টুডুর জম্ম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকনহাট, কাশিঘুটু (কন্দইল) গ্রামে। এই সেই কাশিঘুটু (কন্দইল) গ্রামেই জম্ম গ্রহন করেন রাফায়েল টুডু। রাফায়েল টুডু প্রথমে  গোলকিপার ছিলেন হঠাৎ তিনি তার মন পরিবর্তন করে ফেলেন আর অবশেষে সিন্ধান্ত নেন ও স্বপ্ন দেখেন স্ট্রাইকার হবার। 

যেমনি সিন্ধান্ত নেন তেমনি রাতারাতি হয়ে যান ফুটবলের এক নাম করা স্ট্রাইকার প্লেয়ার বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ (বিসিএল) সেরা রাফায়েল টুডু।

খেলা ধুলার প্রতি তার নেশা

রাফায়েল টুডু নিজেকে গোলকিপার থেকে স্ট্রাইকার হয়ে প্রমান করে দিলেন যে খেলা ধুলার প্রতি তার যে  আসলেই নেশা এবং প্রবল ইচ্ছা ও শক্তি ছিল। কারণ কোন মানুষ কখনও কাউকে দমিয়ে রাখতে পারবে না। তাই তো তিনি নিজেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন লিগ (বিসিএল) এর সেরা গোলদাতা ‍হিসেবে তার নামটি খাতায় লেখালেন।

রাফায়েল টুডুর সাফল্য

রাজশাহীর সাঁওতাল পরিবার থেকে উঠে এসে বিসিএলের সেরা ফুটবলার আর সর্ব্বোচ্চ গোল দাতা (১২) হলেন এই সেই ফুটবল খেলেয়াড় রাফায়েল টুডু। তার ক্লাব ফকিরেরপুল ইয়াংমেন্স চ্যাম্পিয়ন হয়েছে। ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন গোলকিপার। তিনি ভিক্টোরিয়ার হয়ে বিসিএলও খেলেছেন। কিন্তু টুডু এবার ফরোয়ার্ড হিসেবে পেলেন সাফল্য।

লেখকের মন্তব্য

রাফায়েল টুডুকে নিয়ে লেখা শেষ করার নেই। তাই তো বলি অনেক কিছুই লেখার ছিল কিন্তু কিছুই লেখা হলো না। প্রত্যেকটা মানুষ জীবনের লড়াইয়ে কেউ বা জিতে কেউ বা হারে, তবুও থেমে থাকতে নেই। জীবন মানেই এগিয়ে চলা। দু:খ পেলে থামতে নেই। খারাপ সময়ের মধ্য দিয়েই আসলে ভালো সময়ের দেখা মিলে যায়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url