গাড়ির নাম্বার প্লেট দেখে কিভাবে চিনবেন গাড়িটি কত সিসির

 গাড়ির নাম্বার প্লেট দেখে কিভাবে চিনবেন গাড়িটি কত সিসির

আজকে আমি কিছু গুরুত্বপুর্ণ বিষয়ের উপরে আলোচনার বা আমার লেখার মাধ্যমে আপনাদের মাঝে তা প্রকাশ করতে চাই।  যেন এই বিষয়টি পড়ার পরে আপনাদের না জানা বিষয়টি জানতে পারেন। সেই সাথে এটির ব্যবহার এবং গাড়িগুলোর ধরন সম্পর্কে জানবেন। যেটি আপনার ব্যক্তিগতভাবে কাজে লাগবে।

গাড়ির নাম্বার প্লেট দেখে কিভাবে চিনবেন গাড়িটি কত সিসির

প্রথমে গাড়ির প্লেটের ভাগকরণ

সাধারণত গাড়ির নাম্বার প্লেটটি ২ টি ভাগে ভাগ করা থাকে আর সেইগুলো বিষয়ই আমরা এখন জানব।

প্রথম ভাগটি হলো:

গাড়ির নাম্বার প্লেটে ১ টি বা ২ টি বর্ণ থেকে থাকে যেটি দিয়ে গাড়িটি কোন ধরনের তার বিষয়ে নির্দেশ করে থাকে।

উদাহরণ স্বরুপ যেমন ধরুন:

  • ক: আটশত ৮০০ সিসি প্রাইভেট কারের কথা
  • খ: এক হাজার ১০০০ থেকে ১৩০০ সিসি প্রাইভেট কারের কথা 
  • গ: এক হাজার পাঁচশত ১৫০০ থেকে ১৮০০ সিসি প্রাইভেট কারের কথা
  • চ: মিনি বাস
  • জ: মাইক্রোবাস
  • হ: আসি ৮০ থেকে ১২৫ সিসি মোটরবাইক
  • ল: একশত পয়ত্রিশ ১৩৫ থেকে ২০০ সিসি মোটরবাইক
  • ঘ: জিপ গাড়ি
  • ন: পিক আপ
  • থ: সিএনজি
  • প: টেক্সি ক্যাপ
  • ড: ট্রাক
  • ম: পিক আপ ডেলিভেরি
  • ট: বাস বড়টা
  • ঝ: বাস ছোটটা
  • টি: ট্রাক বড়টা
  • ল: একশত পয়ত্রিশ ১৩৫ থেকে ২০০ সিসি মটরবাইক
  • ঠ: ডাবল কেবিন পিকআপ
  • ই: ট্রাক ভোল্ড

দ্বিতীয় ভাগটি হলো:

গাড়িগুলোতে একটা সংখ্যা আর একটা বর্ণ থেকে থাকে যেটি গাড়িগুলোর নির্দিষ্ট ভাবে চেনবার জন্য নম্বর।

যেমন নাম্বার প্লেটের রঙ কেমন হবে:

সাদা রয়ের: ব্যক্তিগত যানবাহন

হলুদ রংয়ের: বাণিজ্যিক যানবাহন

কালো রংয়ের: সরকারি যানবাহন

লাল রংয়ের:

রাষ্ট্রপতি,

প্রধানমন্ত্রী,

স্পীকার,

বিচারপতি আর

অন্যান্য বড় বড় ও উচুপদের কর্মকর্তাদের গাড়ি।

লেখকের মন্তব্য

এখানে আপনাদেরকে বুঝানোর জন্য আমার এই ছোট্র লিখা আশা করি এই লেখাটি পড়ে অনেকেই সহজে বুঝতে পারবেন যে সংখ্যা ও একটি বর্ণ নাম্বার প্লেটের মর্মটা কি। তাই নিজে জানুন অপরজনকে জানার সুযোগ করে দিন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url