সানগ্লাস বা রঙীন চশমা ছেলেমেয়েদের পরার উপকারিতা ও দাম

সানগ্লাস বা রঙীন চশমা ছেলেমেয়েদের পরার উপকারিতা ও দাম

প্রিয় পাঠক, এখানে আজকে আমরা বিভিন্ন প্রকার সানগ্লাস এবং সেগুলোর দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং সানগ্লাস চশমা কোনটা আমাদের ব্যবহারযোগ্য তা জানব আর এটি জানতে হলে আমাদের লেখাগুলোর ভিতরে প্রবেশ করুন আর যারা যারা এই বিষয়ের সম্পর্কে আরও জানতে ইচ্ছুক তারা অবশ্যই লেখাটি পড়তে থাকুন।

সানগ্লাস ব্যবহারের উপকারিতা

আমরা সাধারণত বেশীর ভাগই ঘরের বাইরে বনে বাদাড়ে হাটে বাজারে এক জায়গা থেকে আরেক জায়গায় রোদ্রের মধ্যে যাতায়াত বা চলাফেরা করে থাকি। আর সেই সব স্থানে চলাচলের সময় আমরা সানগ্লাস ব্যবহার করে থাকি ।

সানগ্লাস ব্যবহারে কি কি সুবিধা বা উপকারিতা পায় সেই বিষয়ে জানব

  • চোখের মধ্যে ধুলা বালু ঢুকতে পারে না
  • চোখের মধ্যে ময়লা সহজে প্রবেশ করতে পারে না
  • চোখ ওঠা অবস্থায় উপকার পাওয়া যায়
  • ছানি অপারেশন করার পর চশমার ব্যবহারের ফলে উপকার পাওয়া যায়
  • সূযের্র অতি বেগুনি রশ্মিকে ইউ ভি প্রতিরোধ করে
  • সূযালোকের কারণে মাথা ব্যাথা এবং মাইরোন প্রতিরোধ করে

ভুমিকা

রোদের তাপদাহ থেকে নিজেকে সানগ্লাস ব্যবহারের মাধ্যমে বিভিন্ন ভাবে রক্ষা করা যায়। আমরা সাধারণত বাইরে রোদের মধ্যে যাতায়াতের সময় সানগ্লাস ব্যবহার করা খুবই আরামদায়ক। তাছাড়া চোখের বিভিন্ন ধরনের রোগ যেমন চোখ ওঠা, প্রদাহ, ছানি অপারেশন ও চোখের মধ্যে ময়লা ঢুকতে পারে না। 
সানগ্লাস চোখের চারপাশের ত্বককে রক্ষা করে। চোখ রক্ষায় সানগ্লাস বা রোদ চশমা চোখের চারিপাশের সুক্ষ ত্বক সূযের্র ক্ষতি এবং অকালপক্ক বা বাধ্যর্ক্যের জন্য অনুভূতিপ্রবণ। রোদ চশমা এটি বাধা হিসাবে কাজ করে, এই অনুভূতিপ্রবণ এলাকাকে সূযের্র রশ্মি থেকে রক্ষা করে আর বলি রেখা রোদে পোড়া এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমায়।

সানগ্লাস এটি সরাসরি সূযের্র আলোর কারণে মাথা ব্যথা এবং মাইগ্রেন প্রতিরোধ করতে পারে। রোদ্রের তাপ থেকে রক্ষার জন্য এক ধরনের সানগ্লাস চশমা যাতে মূলত লেন্স ব্যবহত হয় না এর কাজ হলো উজ্জল আলোর অস্যস্তি থেকে চোখকে বাঁচিয়ে রাখা। 

রোদ চশমা বা সানগ্লাস সাধারণত লেন্সের রঙীন কাঁচ ব্যবহার হয়। উন্নত মানের রোদ চশমা বা সানগ্লাস সূযের্র আলোর অতি বেগুনি রশ্মিকে UV প্রতিরোধ করে। সেই জন্য রোদে কোন ধরনের রোদ চশমা ব্যবহার খুবই জরুরি। সূযের্র ক্ষতিকর অতিবেগুনি রশ্মি কর্নিয়া ও অক্ষিপটের ক্ষতি করে তাই চোখকে রক্ষা করতে সানগ্লাস বা রঙীন চশমা ব্যবহার করতে হবে।

সানগ্লাস বা রঙ্গিন চশমা কত প্রকার

সানগ্লাস চশমা আসলে বিভিন্ন প্রকারের রয়েছে। তাই আসুন এখন আমরা সেই সব বিষয়ে জেনে নিয়। যেমন ধরুন:

  • কালো রঙের অ্যালোয় সানগ্লাস
  • সাদা চশমা
  • অটো চশমা
  • রেবন চশমা
  • গোল চশমা
  • পানপাতা চশমা
  • চারকোনা বা ডায়মন্ড
  • সোনালী রঙের ধাতব সানগ্লাস

গোল চশমাগুলিতে একটা ক্লাসিক চেহারা রয়েছে। এই সানগ্লাস চশমাগুলি দেখতে শীতল মনে হয় আর এর বৃত্তকার ফ্রেমগুলো আমাদের মুখ মন্ডলের আকৃতি অনুযায়ী মিলে যায়।

মহিলাদের সানগ্লাস বা রঙ্গিন চশমার দাম কত

  • গোল চশমা এই চশমা গুলোর দাম ২০০ টাকা থেকে ২৪৯ টাকার মত
  • খেলাধুলার বিচিত্র সানগ্লাস এই চশমা গুলোর দাম ৩০০০ টাকা থেকে ৩১৬২ টাকা
  • ভাঁজ করা সানগ্লাস এই চশমা গুলো সাধারনত দৃষ্টিক্ষীনতাদের জন্য দাম ৩৩০০ থেকে ৩৩০৮ টাকার মত

পুরুষদের সানগ্লাস বা রঙ্গিন চশমার দাম কত

  • কালো রঙের অ্যালোয় সানগ্লাস এই চশমা গুলোর দাম ২২০০ টাকা থেকে ২২২০ টাকার মত
  • গোল সানগ্লাস পুরুষদের জন্য ক্লাসিক ডিজাইনের অ্যাসেটেট উচ্চ মানের সানগ্লাস
  • সোনালী রঙের ধাতব সানগ্লাস এই চশমা গুলোর দাম ১২০০ টাকা থেকে ১২৮০ টাকার মত
  • বাদামী রঙের সানগ্লাস এই চশমা গুলোর দাম ৯০০ থেকে ৯৯৯ টাকার মত

চোখকে ইউ ভি রশ্মি থেকে রক্ষা করুন

সকাল দশ ১০ টা থেকে বিকাল চার ৪ টা গুরুত্বপূর্ণ সময় বিশেষ করে পিক ইউ ভি আওয়ারের সময়। চোখকে ঠিক রাখাতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে সানগ্লাস।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url